ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

টোয়েন্টিফোর টিকেটি ডটকমের পরিচালক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
টোয়েন্টিফোর টিকেটি ডটকমের পরিচালক গ্রেফতার

ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগে অনলাইন টিকেটিং অ্যাজেন্সি ‘টোয়েন্টিফোর টিকেটি ডটকম’র পরিচালক মো. রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৫ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয় বলে জানান সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান।

তিনি জানান, রাকিবুল হাসানের বিরুদ্ধে গত ৩ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন মো. মুসা মিয়া সাগর নামের এক ব্যক্তি। মামলায় আসামি হিসেবে প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুর রাজ্জাক, সাবেক সিইও প্রদ্যোত বরণ চৌধুরী, পরিচালক মো. রাকিবুল হাসান, মো. আসাদুল ইসলাম, এম. মিজানুর রহমান সোহেল এবং রাজ্জাকের বোন মোসা. নাসরিন সুলতানার নাম উল্লেখ করা হয়। এছাড়া ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।  

তিনি আরও জানান, মামলার এজাহারে পরস্পর যোগসাজশের মাধ্যমে আসামিরা ফেসবুক ও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে অর্থ আত্মসাৎ ও ডিজিটাল প্রতারণা করেছেন বলে অভিযোগ আনা হয়। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
পিএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।