ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

র‌্যাবের নতুন গোয়েন্দা প্রধান লে. কর্নেল মশিউর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
র‌্যাবের নতুন গোয়েন্দা প্রধান লে. কর্নেল মশিউর লে. কর্নেল মশিউর রহমান জুয়েল

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মশিউর রহমান জুয়েল। তিনি লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে সোমবার (৪ অক্টোবর) বিকেলে দায়িত্ব গ্রহণ করেন লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল।

তিনি এর আগে র‍্যাব-৭ (চট্টগ্রাম)-এর অধিনায়ক ছিলেন। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল এম এ ইউসুফ।

এদিকে, সাবেক গোয়েন্দা প্রধান লে. কর্নেল খায়রুল ইসলাম আগের কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
পিএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।