ঢাকা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, মুখস্ত করে বিজ্ঞান শেখার দিন শেষ। বিজ্ঞান শিক্ষা থেকে যেন উদ্ভাবনী চিন্তা জাগ্রত হয়, সেদিকে নজর দিতে হবে।
মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান বক্তৃতা ও উপস্থিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিজ্ঞান শিক্ষা থেকে যেন উদ্ভাবনী চিন্তা জাগ্রত হয়। আল্লাহ্ প্রদত্ত মেধাকে জ্ঞান-বিজ্ঞান দিয়ে শাণিত করে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। নিয়মিত অধ্যয়ন করতে হবে এবং আধুনিক প্রযুক্তিকে বরণ করে নিতে হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিজয় ইন্টারন্যাশনাল স্কুলকে আমন্ত্রণ জানানো হয়। শিশুদের জন্য ভার্চুয়াল রিয়েলিটি এবং ভ্রাম্যমাণ মুভিবাস প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এ প্রদর্শনীতে তারা সৌর জগতসহ মহাকাশের অনন্য নিদর্শন এবং বৈচিত্র্যপূর্ণ ৪-ডি মুভি দেখে।
এরপর শিশুদের নিয়ে ‘আজকে মোরা শপথ করি, বিজ্ঞান দিয়ে দেশকে গড়ি’ শীর্ষক বিজ্ঞান বক্তৃতা ও উপস্থিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
এসএমএকে/জেএইচটি