ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ইঞ্জিন মিস্ত্রি হত্যার ঘটনায় একজন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
সৈয়দপুরে ইঞ্জিন মিস্ত্রি হত্যার ঘটনায় একজন গ্রেফতার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ইঞ্জিন মিস্ত্রি সাব্বির হোসেন ওরফে কালু হত্যার ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

মাসুদ রানা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ার আইজুল হকের ছেলে।

পুলিশ জানায়, নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে মাসুদকে রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী বাজার থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার মাসুদ একজন মাদকসেবী ও ছিঁচকে চোর। চুরির দায়ে দুইবার জেল খেটেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বিসিক শিল্প নগরী সংলগ্ন একটি পুকুরের পাড় থেকে সাব্বির হোসেন কালুর মরদেহ উদ্ধার করে পুলিশ। কালু সৈয়দপুর শহরের নিয়ামতপুর চামড়া গুদাম ক্যাম্পের মৃত নাসিম উদ্দিন ড্রাইভারের ছেলে।

এ ঘটনায় নিহতের স্ত্রী আদুরী বাদী হয়ে বিকেলে নিহতের সহকারী আশেদ খান ওরফে মাস্টারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে ৩০২/০৪ পেনাল কোড ধারায় মামলা দায়ের করেন।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল সারোয়ার হোসেন জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলা দায়ের করার ৯ ঘণ্টার মধ্যে নিহতের মোবাইল ফোনসহ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।