ঢাকা: মহালয়ার মাধ্যমে বুধবার (৬ অক্টোবর) সকালে শুরু হয়েছে বাঙালী সনাতন (হিন্দু) সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো এই মহালয়া।
এদিকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শুভ মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় তিনি মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশ নেন।
বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়। শুভ মহালয়া উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশনার।
ঢাকেশ্বরী মন্দিরে শুভ মহালয়ার অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ৬ অক্টোবর, ২০২১
টিআর/এমএমজেড