ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে স্বস্তির বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
না.গঞ্জে স্বস্তির বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

নারায়ণগঞ্জ: টানা কয়েকদিনের তাপদাহের পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নারায়ণগঞ্জবাসীর জীবনে। এসময় অনেককেই দেখা যায়, বাড়ির ছাদে কিংবা সড়কে ভিজতে।

তবে টানা ১ ঘণ্টার বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সকাল ১০ টার পর থেকে নগরীতে হঠাৎ শুরু হয় জোর বৃষ্টি। এতে অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েন। তবে, তীব্র গরমের পর এই বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিচ্ছে বলেই জানান তারা।

এর মধ্যে নগরীজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যদিও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তাদের দাবি, এটি জলাবদ্ধতা নয়, মূলত পানি বৃষ্টির পর নেমে যেতে কিছুটা সময় লাগে।

বৃষ্টির কারণে নগরীরর সমবায় মার্কেটে নিচে আশ্রয় নেয়া নজরুল ইসলাম নামে এক চাকরিজীবী জানান, বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি লাগছে। অনেক গরম ছিল। এই গরমে অফিস করা বেশ কষ্টকর। বৃষ্টির কারণে অফিসে যেতে হয়তো বিলম্ব হবে, তবুও শান্তি পাচ্ছি। তবে ড্রেনের পানি আর বৃষ্টির পানি জমে সড়কে একাকার অবস্থা। আশা করছি এর দ্রুত সমাধান হবে।

একই কথা জানান ব্যবসায়ী রহমত ব্যাপারী। তিনি বলেন, দোকান প্রতিদিন সাড়ে ১০টায় খুলি। পূজার কারণে কয়দিন ১০ টায় খুলছি। গরমে দোকানদারি করা অনেক কষ্টের। বৃষ্টিতে স্বস্তি ফিরেছে, তবে ক্রেতা কমেছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।