ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

পার্কিংস্থলে দোকান, থানায় অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
পার্কিংস্থলে দোকান, থানায় অভিযোগ

ঢাকা: রাজধানীর মিরপুর ১ নম্বরে শাহ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শপিং কমপ্লেক্সে গাড়ি পার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণ করতে চাইছে ডেভেলপার কোম্পানি। এমন অভিযোগ করেছেন মার্কেটটির ভুক্তভোগী দোকানমালিক ও ব্যবসায়ীরা।

গত সোমবার (৪ অক্টোবর) শাহ আলী থানায় অভিযোগ দায়ের করেন তারা।

অভিযোগে দোকানমালিকরা বলেন, দীর্ঘদিন যাবত শাহ আলী মহিলা কলেজ ও শাহ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের মার্কেটে দোকান কিনে বৈধভাবে আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। বর্তমানে মার্কেটের ডেভলপার টেকনোপল কোম্পানির মালিক মো. মজিবর রহমান আন্ডার গ্রাউন্ডে গাড়ি পার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণ করতে যাচ্ছেন, যা রাজউকের নির্মাণ আইনের পরিপন্থি। আমরা লিখিতভাবে কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও ডেভেলপার কোম্পানি ইট, বালু ও সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রী জড়ো করেছে। আমাদের হুমকি-ধমকি দিয়ে খুব দ্রুত নির্মাণকাজ শুরুর পাঁয়তারা করছে।

শাহ আলী শপিং কমপ্লেক্স দোকানমালিক সমিতির সভাপতি আলাউদ্দিন আল আজাদ বাংলানিউজকে বলেন, মার্কেটের জায়গা জবরদখলের দায়ে টেকনোপল কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক মো. মজিবর রহমানসহ তিন জনকে আসামি করে চলতি বছরের ২৫ মে আমি সিএমএম কোর্টে মামলা করেছি। মামলাটির তদন্তভার পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত সোমবার মার্কেটের কার পার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণকাজ বন্ধ করার জন্য শাহ আলী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, গাড়ি পার্কিংয়ের জায়গায় ডেভেলপার কোম্পানির মালিক দোকান তৈরি করতে চাচ্ছেন। দোকান তৈরির জন্য এরই মধ্যে ইট, বালু ও সিমেন্ট নিয়ে এসেছেন। সরকারদলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মার্কেটের বেজমেন্টে রাজউকের নিয়মের তোয়াক্কা না করে দোকান তৈরি করতে চাচ্ছেন। ইতোমধ্যে আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও রাজউকের চেয়ারম্যান বরাবর অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার তালুকদার বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে শাহআলী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন দোকানমালিকরা। এখনো ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারিনি। আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা করবো।

গত মঙ্গলবার পার্কিংয়ের জায়গায় অবৈধ দোকান নির্মাণ বন্ধের দাবিতে মিরপুর ১ নম্বরে হযরত শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের সামনে মানববন্ধন করেছেন দোকানমালিক ও ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট নিউজ: নিয়মবহির্ভূতভাবে দোকান তৈরির পাঁয়তারা

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।