মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বুধবার (৬ অক্টোবর) সকালে করমদী গ্রামের পাগলা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করেন গাংনী থানা পুলিশের একটি দল।
আটকরা হলেন, গাংনী উপজেলার আকরাম হোসেনের ছেলে হাসানুজ্জামান মেকার (৩৮), তেতুলবাড়িয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে শওকত আলী (৩৫) ও মহন আলীর ছেলে রুবেল হোসেন (৩০)।
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান এসআই আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
এনএইচআর