ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে মর্টার শেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
মিরপুরে মর্টার শেল উদ্ধার ...

ঢাকা: রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের ৮ নম্বর কমিউনিটি সেন্টারের পাশে একটি বাড়িতে নির্মাণ কাজ করার জন্য মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে স্থানটি নিয়ন্ত্রণে নিয়ে ঘিরে রেখেছে র‍্যাব-৪ এর একটি দল।

বুধবার (৬ অক্টোবর) সকালে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় একটি মর্টার শেল উদ্ধার করে র‍্যাব। মর্টার শেল সদৃশ বস্তুটি নিরাপদ স্থানে নিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

এ বিষয়ে দুপুরে মিরপুর-১ নম্বরের রাইনখোলা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এমএমআই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।