পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানি থেকে রোকেয়া (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুটি রহস্যজনক হওয়ায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সাতমেরা ইউনিয়নের জোতহাসনা গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রোকেয়ে একই এলাকার এরশাদ হোসেনের (৩৬) স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে প্রতিবেশী এক নারী রোকেয়ার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের ডাক দেয়। পরে স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মৃত্যুটি রহস্যজনক। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
জেডএ