ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মেধাস্বত্ব ব্যবস্থাপনায় ভারসাম্য চায় বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
মেধাস্বত্ব ব্যবস্থাপনায় ভারসাম্য চায় বাংলাদেশ মোস্তাফিজুর রহমান

ঢাকা: কোভিড মহামারি মোকাবিলায় মেধাস্বত্ব যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান।  

জেনেভায় আয়োজিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বুধবার (০৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

জেনেভাতে চলমান বিশ্ব মেধা সংস্থার ৬২তম সাধারণ অধিবেশনে এশীয়-প্রশান্ত অঞ্চলের সমন্বয়ক হিসেবে যোগ দিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, কোভিড ভ্যাক্সিন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর উন্নয়ন, উৎপাদন ও সবার জন্য তা সহজলভ্য করার জন্য ভারসাম্যমূলক মেধাস্বত্ব ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। আর্থসামাজিক উন্নয়নে এশীয়-প্রশান্ত অঞ্চল মেধাস্বত্বকে অন্যতম গুরত্বপূর্ণ নিয়ামক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত রহমান এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে আরও বেগবান করার জন্য একটি ন্যায্য ও ভারসাম্যমূলক মেধাস্বত্ব ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদশের উত্তরণ পরবর্তী সময়ে মেধাস্বত্ব সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা এবং এর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মেধাস্বত্বকে কীভাবে কাজে লাগানো যায় তা নির্ধারণে বিশ্ব মেধা সংস্থাকে এগিয়ে আসার জন্য বাংলাদেশ আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
টিআর/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।