ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে স্কুলে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
খাগড়াছড়িতে স্কুলে আগুন ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির জেলা শহরের এপিবিএন হাই স্কুলে আগুন লেগে প্রয়োজনীয় নথিপত্র পুড়ে গেছে।

বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে এপি ব্যাটালিয়ন হাই স্কুলে আগুনে লাগে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সকাল সাড়ে ৫টার দিকে স্কুলের অফিস কক্ষ থেকে ধোঁয়া দেখে সেখানে গিয়ে ভেতরে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভস স্টেশনে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এপিবিএন স্কুলের একজন সহকারী শিক্ষক জানান, আগুনে পুড়ে স্কুলের অধিকাংশ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। অফিস কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।

খাগড়াছড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাজেস বড়ুয়া জানান, সকাল সাড়ে ৫টার দিকে এপিবিএন স্কুলে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।