নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে জাল নোটসহ ৪ প্রতারককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা বিতরণকালে ৪১ হাজার ৫শ টাকার জাল নোটসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সিরাজগঞ্জের আকাশ মিয়া (২৫), ইসমাইল হোসেন (৩৭), রবিউল হাসান (২৭) ও নওগাঁ জেলার সুমন আলী কবির (৩৩)।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা,গাজীপুর,নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জাল টাকা বিতরণ করে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছিল। আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে ওই সব এলাকায় জাল নোট বিতরণ করে তারা।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এনএইচআর