ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত তরুণের পরিচয় মিলেছে। তার নাম কেশব রায় পাপন (২৪), সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্র।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বাড়ি রংপুর। সোনারগাঁও ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্সের সপ্তম সেমিস্টারে ছাত্র ছিলেন। থাকতেন তেজগাঁওয়ের মনিপুরি ৪ নম্বর গলির একটি মেছে।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সাবেক পূর্ণিমা সিনেমা হলের পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি। রাতভর চেষ্টার পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় জানা গেছে।
ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শনসহ নানা বিষয়ে তদন্ত ও সিসিটিভি ও পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এদিকে ডিএমপির তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, দুর্বৃত্তরা কেশব রায়কে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি।
তিনি আরও জানান, নিহত শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি এলিফ্যান্ট রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কাজ করতেন। ঘটনার সময় কাজ শেষে বাইসাইকেল যোগে বাসায় ফিরছিলেন।
পুলিশের তেজগাঁও ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ জানান, নিহত যুবক একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে আমরা জানতে পেরেছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
>>> কারওয়ান বাজারে পড়েছিলেন রক্তাক্ত তরুণ
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এজেডএস/এমএমজেড