ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চালকদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন তারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
চালকদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন তারা আটক ৯ চাঁদাবাজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নয়জন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আটকরা বিভিন্ন যানবাহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন।

বুধবার (০৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান।  

এরআগে মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জ থানার মুক্তিনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জুয়েল ওরফে মনির (৩০), শাহীন (২৩), শাহরুফ দেওয়ান (২৪), শরিফ (২০), শহিদ (৩০), দেলোয়ার ওরফে দেলু (৩৮), রমজানুল জামিল (৩৬), নাজিম উদ্দিন (৩৮) এবং সুমন (৩১)। আটকদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ছয় হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মুক্তিনগরের ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কে টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ি চালকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।