সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার গরু চরাতে গিয়ে খালের পানিতে ডুবে রজব আলী (৭৫) নামে এক রাখালের মৃত্যু হয়েছে।
বুধবার (০৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
রজব আলী ওই উপজেলার বালিয়া গ্রামের মৃত মান্দার আলীর ছেলে।
স্থানীয় খাবির মোড়ল জানান, সকালে রজব আলী বিলে গরু রাখতে যায়। এসময় তার গরু খাল পার হয়ে খালের অপর প্রান্তে চলে গেলে রজব আলী খাল সাঁতরে গরু পার করে আনতে গিয়ে পানিতে ডুবে যান। এসময় গোলাম রসুল নামে আরেক রাখাল রজব আলীকে দেখতে না পেয়ে নেই বিষয়টি স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা ওই খাল থেকে রজবের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাজীব হোসেন রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিলে ও খালে এ ধরণের একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এনএইচআর