ঢাকা: রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকার সড়কে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার করে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। মর্টার শেলটি ছিল দীর্ঘদিনের পুরাতন।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোড মর্টার শেল উদ্ধারের স্থানে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সহকারী পরিচালক মেজর মো. মশিউর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মিরপুর চিড়িয়াখানা রোডের একটি বাসার খনন কাজ করার সময় মর্টাল শেল পাওয়া যায়। প্রথমে র্যাব-৪ মর্টাল শেলের খবর পেয়ে র্যাব সদরদপ্তরের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। এর গায়ে ময়লা ও জং ধরে থাকার কারণে এটি কোথায় তৈরি তা বলা যাচ্ছে না। মর্টাল সেলটি দীর্ঘদিনের পুরাতন। তবে এটি এখনও সক্রিয় রয়েছে এবং বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, খননকৃত মাটিতে বোম্ব ডিসপোজালের আধুনিক যন্ত্রপাতি দিয়ে সার্চ করে দেখেছি আরো কোনো বোম রয়েছে কিনা। তবে আমরা আর কোনো বোমের সন্ধান এখানে পাইনি।
এক প্রশ্নে মেজর মো. মশিউর রহমান বলেন, বোমটির দুটি উৎস থেকে আসতে পারে। একটি মুক্তিযুদ্ধের সময়কার অথবা পরবর্তীতে মাটির নিচে কেউ পুতেও রাখতে পারে। বোমটির গায়ে লেখাগুলো দেখা যাচ্ছে না তাই প্রাথমিকভাবে বলতে পারছি না কোথায় তৈরি।
আরেক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, মর্টাল শেলটির ভেতরে এক্সপ্লোসিভ রয়েছে। হয়তো দূর থেকে এটি ফায়ার করা হয়েছিল এখানে এসে পড়েছিল।
পরে বোমাটি উদ্ধার করে বেড়িবাঁধ সংলগ্ন গোড়ান চটবাড়ি এলাকায় নিয়ে ডিসপোজাল (বিস্ফোরিত) করে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। এ সময় আধা কিলোমিটার পর্যন্ত আশেপাশের লোকজনকে সড়িয়ে নেয় র্যাব।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এমএমআই/কেএআর