ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।
গ্রেফতার তিনজন হলেন- মো. বাদশা পাঠান ওরফে রয়েল পাঠান, সালমা আক্তার ওরফে আকলিমা ও তানজিনা আক্তার লিজা।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে ডিএমপির গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে ২৪ কেজি গাঁজাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, তারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের পর বুধবার (৬ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এসজেএ/আরআইএস