ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ডাকাতি জাপা সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. আশরাফুল ভুঁইয়া মাকসুদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।  

বুধবার (০৬ অক্টোবর) ভোরে জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আশরাফুল ভুঁইয়া মাকসুদ জানান, আমি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করি। গ্রামের বাড়িতে আমার মা-বাবা থাকেন। বুধবার ভোররাত আনুমানিক ৩টার দিকে পাকুন্ডা এলাকায় আমার নিজ বাড়িতে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকেন ডাকাতরা। এ সময় তারা আলমারি থেকে ১৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ ডাকাতি করে নিয়ে যান।  

তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।