ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবো

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবো

ঢাকা: রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বুধবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।



ড. মোমেন বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকারীদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। ইতোমধ্যে এ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মুহিবুল্লাহর হত্যাকারীদের শাস্তি দেওয়া হবে।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অনেকেই মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কাজে জড়িত। বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নেবো।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।