ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লামায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ৩৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
লামায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ৩৫ 

বান্দরবান: বান্দরবানের লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের মাদানিনগর এলাকায় চকরিয়াগামী  একটি বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন।

বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টায় চকরিয়ামুখী যাত্রীবাহী বাস চট্টগ্রাম জ-২২৮৫ এর সঙ্গে লামামুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন হন। আহতদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৯ জনকে উন্নত চিকিসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।  

লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহিউদ্দিন মো. মাজেদ চৌধুরী বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় আহদের যথাসাধ্য সেবা দেওয়া হচ্ছে যাচ্ছে। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।