ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জট কমছে সিরাজগঞ্জের সড়কে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
জট কমছে সিরাজগঞ্জের সড়কে

সিরাজগঞ্জ: টানা ৩৬ ঘণ্টা পর স্বাভাবিক হতে শুরু করেছে সিরাজগঞ্জের মহাসড়ক।  

বুধবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে স্বাভাবিক গতিতে চলতে শুরু করেছে যানবাহন।

তবে নলকা সেতুর দুইপাশে এখনো গাড়ির চাপ রয়েছে।  

এর আগে, মঙ্গলবার (৫ অক্টোবর) নলকা সেতু ও এর দুই পাশে সড়কের খানাখন্দ থাকায়  যানজটের সূত্রপাত হয়। দিনভর থেমে থেমে যানজট থাকলেও বিকেল থেকেই তা তীব্র আকার ধারণ করে। রাতে তিনটি রুটের অন্তত ৪৫ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্তও যানজট ছিল এ মহাসড়ক। দুপুরের পর গাড়ির চাপ কমে আসায় স্বাভাবিক হতে শুরু করে এ মহাসড়ক।  

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সালেকুজ্জামান সালেক বাংলানিউজকে বলেন, দুপুর আড়াইটার পর গাড়ির চাপ কমায় স্বাভাবিক হতে শুরু করেছে মহাসড়ক। তবে নলকা সেতুর পশ্চিমে প্রায় ২ কিলোমিটার গাড়ির দীর্ঘ লাইন রয়েছে।  

তিনি আরও বলেন, নলকা সেতুর ওপর সংস্কার কাজ শুরু করেছে সড়ক বিভাগ। এ কারণে একটি লেন বন্ধ রাখা হয়েছে।  

হাটিকুমরুল হাইওয়ের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দিনভর যানজটের কবলে ছিল এ মহাসড়ক। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানজট ছিল। তবে এখন স্বাভাবিক হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।