হবিগঞ্জ: আর মাত্র ছয়দিন পর কর্মস্থল সৌদি ফেরার কথা ছিল হবিগঞ্জের লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ছগির মিয়ার প্রবাসী ছেলে শামীম আহমেদের (২৬)। কিন্তু তার আগেই ট্রাকের চাপায় প্রাণ হারালেন তিনি।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কের বামৈ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি সৌদি আরব থেকে কিছুদিন আগে দেশে ফিরেছিলেন। আর ছয়দিন পরই তার প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, শামীম দুপুরে মোটরসাইকেলে করে স্থানীয় বুল্লা বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে বামৈ এলাকায় একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
এদিকে খবর পেয়ে নিহতের স্বজনরা মর্গে ছুটে যান। সেখানে পরিবারের সদস্যদের কান্নাকাটিতে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তারাই জানান যে আর ছয়দিন পর শামীমের সৌদি আরবে ফেরার কথা ছিল।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এসআই