রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার একটি আমবাগান থেকে জিন্নাত আলী (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাত থেকে ওই কৃষক নিখোঁজ ছিলেন।
মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, জিন্নাত আলী উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের আরজান প্রামাণিকের ছেলে। মঙ্গলবার রাত থেকে ওই কৃষক নিখোঁজ ছিলেন। পরে একই গ্রামের জব্বর সর্দারের আমবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
তিনি আরও জানান, পরিবারের লোকজনের দাবি, কৃষক জিন্নাত আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।
এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান বাঘা থানার এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
এসএস/জেএইচটি