নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের জালকু্ড়ি, রসুলবাগ ও গোদনাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে ইমান আলী(৩৫), জালকুড়ি উত্তর পাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে সামছুল হক(৫০), গোদনাইল রসুলবাগ এলাকার মৃত আলী-আকবরের ছেলে রাশদুল ইসলাম, জালকুড়ি উত্তর পাড়ার মৃত আমজাত আলীর ছেলে মো সোহরাব (৪৭), জালকুড়ি পশ্চিম পাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে সেলিম মিয়া ও জালকুড়ি পশ্চিম পাড়া এলাকার মৃত জজ মিয়ার ছেলে আলমগীর হোসেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এনএইচআর