ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লামায় সড়ক দুর্ঘটনায় আহত বাস চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
লামায় সড়ক দুর্ঘটনায় আহত বাস চালকের মৃত্যু

বান্দরবান: বান্দরবানের লামায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত বাস চালক মো. আনোয়ার হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

বুধবার (০৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তিনি চট্টগ্রামে মারা যায় বলে নিশ্চিত করেন বাস মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক রহমত আলী।

সাংগঠনিক সম্পাদক রহমত আলী জানান, বুধবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় বান্দরবানের লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা মাদানীনগর এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে প্রথমে গুরুত্বর আহত বাস চালক মো. আনোয়ার হোসেনকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে তার অবস্থা অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান।

এদিকে সড়ক দুর্ঘটনার পরপরই লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। প্রাথমিকভাবে চিকিৎসা নেওয়া আহত যাত্রীরা হলেন- জোৎস্না দে (২০), শুভশ্রী (১০), রূপম চাকমা (২), জহর লাল (৫৫), নুর মোহাম্মদ (২৮), মো. সোহেল (৩২), রাজশ্রী দে (২), আনোয়ার হোসেন (৫০), নুরুল আলম (৩০), হাসনা বালা (৬০), মনু আলম (৩৫), তপন (৩৮), সরওয়ার (২৫), মো. রফিক (৩০), সরওয়ার আলম (৫৫), মো. সাহেদ (৬৫), শিব শংকর (৩৭), জেসি মার্মা (২২), আবুল হোসেন (৫৫)। এছাড়াও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া ও বিভিন্ন ক্লিনিক, চকরিয়া এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অনেকই চিকিৎসা গ্রহণ করছে বলে জানা গেছে।

বাসের যাত্রী মো. জিহান বাংলানিউজকে জানান, আমাদের বাসটি ধীরে পাহাড় উঠছিল, কিন্তু বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি কার্গো ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের বাসকে ধাক্কা দেয়। বাসের চালক গাড়িটি রক্ষা করতে রাস্তার পাশে নামিয়ে দিলে বাসে থাকা সবাই কম বেশি আহত হন।

বান্দরবানের লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

>>>লামায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ৩৫ 

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।