ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় মা ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
মেঘনায় মা ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় তিন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে মেঘনা নদীর মোহনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-চাঁদপুর সদর উপজেলার গুনরাজদী গ্রামের কালু খানের ছেলে রাসেল খান (২৬), দক্ষিণ বালিয়া গ্রামের বদিউজ্জামান সরকারের ছেলে দুলাল সরকার (৩৫) ও দক্ষিণ গুনরাজদী গ্রামের ইদ্রিস শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩০)। তাদের মধ্যে রাসেল খানের এক সপ্তাহ এবং দুলাল ও ইব্রাহীমকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশিদ বাংলানিউজকে বলেন, চাঁদপুর মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড দুপুর থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করে। নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ করায় তিন জেলেকে আটক করে ভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়। সেই সঙ্গে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।