ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে অস্ত্রসহ যুবক গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
সাভারে অস্ত্রসহ যুবক গ্রেফতার

সাভার (ঢাকা): সাভারে প্রকাশে অস্ত্র উচিয়ে মহড়া দিয়ে যাওয়া রাকিব (২৬) নামে এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৬ অক্টোবর) বিকেলে হেমায়েতপুর পূর্বহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাকিব স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন নামে এক ব্যক্তির দেহরক্ষী হিসেবে পরিচিত। তার কাছে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে।

ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহিদ খান বাংলানিউজকে জানান, পূর্বহাটী নতুনপাড়া এলাকায় রাকিব, বুলবুলসহ কয়েকজন অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে তাদের ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে রাকিবকে অস্ত্র ও গুলিসহ আটক করে। এ সময় বুলবুল দৌঁড়ে পালিয়ে যায়।

তিনি বলেন, অস্ত্রের উৎসের ব্যাপারে রাকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার সঙ্গে থাকা বুলবুলকে আটকের চেষ্টা চলছে। সাভার মডেল থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।