ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমের টানে বাংলাদেশে অনুপ্রবেশকারী কিশোরীকে ভারতে পুশব্যাক   

উপজেলা করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
প্রেমের টানে বাংলাদেশে অনুপ্রবেশকারী কিশোরীকে ভারতে পুশব্যাক 
 

বেনাপোল (যশোর): আট মাস আগে প্রেমের টানে সীমান্ত পথে বাংলাদেশে পালিয়ে আসা কিশোরী শাহানা ইয়াসমিন মিমকে (১৪) উদ্ধারের পর ভারতে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতের পেট্রাপোল চেকপোস্টে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তারা। এর আগে কিশোরীকে উদ্ধার করে সিআইডি।

ওই কিশোরী ভারতের মালদাহ জেলার চাতলা উপজেলার হাজাতপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, কক্সবাজেরর উখিয়ার আনসারী কামাল নামে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের টানে আট মাস আগে সীমান্ত পথে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ওই কিশোরী। মেয়ে পালিয়ে আসায় তার বাবা তাকে উদ্ধারের জন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে আবেদন করেন। বিষয়টি আমলে নেয় বাংলাদেশ পুলিশের সিআইডি।  পরে কক্সবাজারে কিশোরীর প্রেমিকের বাড়ি থেকে তাকে উদ্ধার করে। মেয়েটিকে উদ্ধারের পর কক্সবাজারের লাইট হাউজ নামে একটি এনজিও শেল্টার হোমে রাখে। সেখান থেকে আইনী প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার ভারতীয় পুলিশ ও মেয়ের বাবার কাছে তাকে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।