গোপালগঞ্জ: এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের উদ্যোগে গোপালগঞ্জের দুস্থ দুইশ’ মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের বঙ্গবন্ধু সড়কের লঞ্চঘাট এলাকায় এনআরবিসি ব্যাংকের গোপালগঞ্জ শাখা এ সহায়তা দেয়।
এ সময় এনআরবিসি ব্যাংক গোপালগঞ্জ শাখার ম্যানেজার মো. আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ শাখার ম্যানেজার মো. আনিসুর রহমান বলেন, করোনাকালে মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের উদ্যোগে সিএসআর ফান্ডের মাধ্যমে এ নগদ অর্থ সহায়তা দেওয়া হলো। আগামীতেও এনআরবিসি ব্যাংক সাধারণ মানুষের পাশে থাকবে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এসআই