ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে দুস্থরা পেলেন নগদ টাকা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে দুস্থরা পেলেন নগদ টাকা 

গোপালগঞ্জ: এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের উদ্যোগে গোপালগঞ্জের দুস্থ দুইশ’ মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।  

বুধবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের বঙ্গবন্ধু সড়কের লঞ্চঘাট এলাকায় এনআরবিসি ব্যাংকের গোপালগঞ্জ শাখা এ সহায়তা দেয়।

এদিন মোট দুস্থ দুইশ’ মানুষের প্রত্যেককে নগদ দুই হাজার টাকা করে মোট চার লাখ টাকা বিতরণ করা হয়।  

এ সময় এনআরবিসি ব্যাংক গোপালগঞ্জ শাখার ম্যানেজার মো. আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ শাখার ম্যানেজার মো. আনিসুর রহমান বলেন, করোনাকালে মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের উদ্যোগে সিএসআর ফান্ডের মাধ্যমে এ নগদ অর্থ সহায়তা দেওয়া হলো। আগামীতেও এনআরবিসি ব্যাংক সাধারণ মানুষের পাশে থাকবে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।