ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জনবল নিয়োগ, কর্পোরেট সার্ভিস, বাল্ক এসএমএস প্রদানে সহায়তা দেবে টেলিটক।
এ লক্ষ্যে টেলিটক এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
বুধবার (০৬ অক্টোবর) টেলিটক এক বিজ্ঞপ্তিতে জানায়, ডিজিটাল পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়ার ফলে জনবল নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করবে এবং একই সঙ্গে অর্থ, সময় ও শ্রমের যথেষ্ট পরিমাণে হ্রাস করবে।
অনুষ্ঠানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. দেলওয়ার হায়দার, সদস্য মইনুল হক আনছারী, বিজয় কুমার মন্ডল, শাহজাহান আলী পরিচালক মোহাম্মদ শফিউর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, মার্কেটিং অ্যান্ড ভ্যাস বিভাগের মহাব্যবস্থাপক শেখ ওয়াহিদুজ্জামান এবং উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ আল রাজ্জাকুজ্জামান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এমআইএইচ/এমআরএ