ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভারোত্তোলনে পদকপ্রাপ্তদের অভিনন্দন ফায়ার সার্ভিস মহাপরিচালকের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
ভারোত্তোলনে পদকপ্রাপ্তদের অভিনন্দন ফায়ার সার্ভিস মহাপরিচালকের

ঢাকা: বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের আয়োজিত ‌‘মুজিববর্ষ ৩৭তম জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতার-২০২১’ অংশগ্রহণ করে পদকপ্রাপ্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই অভিনন্দন জানানো হয়।

 

সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, মুজিববর্ষ ৩৭তম জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের মধ্যে ৭৩ কেজি শ্রেণিতে স্বর্ণপদক লাভ করেন ফায়ার সার্ভিসের সদস্য মো. সোহাগ মিয়া। ৬১ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জেতেন মো. নূর আলম ও ৯৬ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক জেতেন ফায়ার সার্ভিসের সদস্য আব্দুর রাজ্জাক।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান ও এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য অনুপ্রাণিত করেন। তিনি স্বর্ণপদক প্রাপ্ত সদস্যদের ফায়ার সার্ভিসের ক্রীড়া তহবিল থেকে ২০ হাজার টাকা, রৌপ্য পদক বিজয়ীকে ১৫ হাজার ও ব্রোঞ্জ পদক বিজয়ীর হাতে ১০ হাজার টাকা উৎসাহ-পুরস্কার তুলে দেন।

এছাড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক জিততে না পারা অপর সদস্যকে ৫ হাজার টাকা পুরস্কার দিয়ে ভবিষ্যতে ভালো করার জন্য উৎসাহিত করেন। এ সময় অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, উপ-পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ বিভিন্ন পদবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার, বাংলাদেশ পুলিশ ও দেশের বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন প্রতিবছর জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।