ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা- ২০২১। ’ প্রতিযোগিতায় শিক্ষক-শিক্ষার্থীসহ দেশের নাগরিকরা উদ্ভাবনী আইডিয়া শেয়ার করবেন।
এ উপলক্ষে মঙ্গলবার (০৫ অক্টোবর) ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় ‘শিল্প সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম’ শীর্ষক এক আলোচনা সভা।
এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বলেন, ইউজিসির উদ্যোগে ‘মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা ২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি সত্যিকার অর্থেই একটি যুগোপযোগী পদক্ষেপ। উদ্ভাবনী আইডিয়া শেয়ার করার মাধ্যমে প্রতিযোগীরা পুরস্কার জিতে নিতে পারবেন।
তিনি আরও বলেন, শিল্প সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম তৈরি হলে বাংলাদেশের জ্ঞানভিত্তিক শিক্ষা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ইউজিসি সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, মোহাম্মাদিয়া গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক সভাপতি ড. রুবানা হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, অধ্যাপক ড. এম. শামীম কায়সার প্রমুখ।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ-আইডিয়া প্রতিযোগিতায় বিজয়ীরা এক কোটি ২০ লাখ টাকার পুরস্কার পাবে। এ বিষয়ে বিস্তারিত জানতে (www.bn.ic4irb.org/mujib100ideas) লিংকটি ভিজিট করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া mujib100ideas@ugc.gov.bd-এ ইমেইল করা যাবে।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
টিআর/এনএসআর