ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে স্কুলছাত্রী নিজ বাড়ি থেকে অপহৃত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
গৌরনদীতে স্কুলছাত্রী নিজ বাড়ি থেকে অপহৃত

বরিশাল: গৌরনদীতে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৭) নিজ বাড়িতে হামলা চালিয়ে অপহরণ করা হয়েছে।  

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বুধবার (৬ অক্টোবর) থানায় মামলা দায়েরের পর ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো  হয়।

এজাহারে জানা গেছে, অপহৃতা ছাত্রী ওই গ্রামের বাসিন্দা ও খাঞ্জাপুর বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। তাকে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের বাবুল মিত্রের ছেলে বিষ্ণু মিত্র (১৯) দীর্ঘদিন যাবত উত্যক্ত করতো। সম্প্রতি স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। এরপর বিষ্ণু মিত্রের পরিবারের কাছে বিচার দেওয়া হয়।  

এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে নয়টার দিকে বিষ্ণু মিত্র ৮/১০ জন দুর্বৃত্তকে নিয়ে স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালায় ও তাকে অপহরণ করে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে বুধবার থানায় মামলা করেছেন। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি বিষ্ণু মিত্র, অমিত বাড়ৈ, অলক বাড়ৈ, সৈকত বাড়ৈ, সাব্বির বেপারী ও জিহাদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।