ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নিজ ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
নিজ ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড়ে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোস্তাকিন (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যা রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের লক্ষ্মীপতি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোস্তাকিন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার সময় পরিবারের লোকেরা বাড়ির বাইরে ছিল। এর আগে বিকেলে নিজেদের জমিতে কাজ শেষে বাড়িতে আসে মোস্তাকিন। সন্ধ্যার পর পরিবারের লোকেরা বাড়িতে এসে মোস্তাকিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত রশি কেটে তাকে নিচে নামানো হয়।  

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) সাইয়েদ নূর-ই-আলম বাংলানিউজকে বলেন, মোস্তাকিনের কোনো সমস্যা ছিল না। কী কারণে সে এমন কাজ করছে তা বলা যাচ্ছে না। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।  

এদিকে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের প্রাথমিক সুরতহাল করছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে ও সন্দেহজনক হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, অক্টোবর ০, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।