ঢাকা: মালদ্বীপ সরকার বাংলাদেশকে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ ২ লাখ ১ হাজার ৬০০ ডোজ কোভিড-১৯ অ্যাস্ট্রাজেনেকা টিকা হস্তান্তর করেছে।
এ উপলক্ষে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মহাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।
মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হস্তান্তরকৃত এসব টিকা আগামী ৮ অক্টোবর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট যোগে দোহা হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। শুভেচ্ছার নিদর্শন হিসেবে মালদ্বীপ সরকার বাংলাদেশকে দেওয়া এই উপহার দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
টিআর/আরআইএস