নরসিংদী: নরসিংদীর বেলাবতে বাস চাপায় আতিকুল ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আতিকুল রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।
সে উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, ঘটনাস্থলে বাসে থাকা দুই-তিনজন যাত্রীর সঙ্গে ড্রাইভারের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকজন জড়ো হয়ে পড়ে। সবার সঙ্গে আতিকুলও দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে ড্রাইভার বাসটি চালাতে শুরু করলে আতিকুল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ওসি মোজাম্মেল হোসেন বলেন, স্থানীয়দের সহায়তায় আমরা ইতোমধ্যে বাস ও তার চালককে আটক করেছি। চালকের বিরুদ্ধে যথাযথা আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
জেডএ