ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

অটোরিক্সাচালক শাহাবুদ্দিনের হত্যাকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
অটোরিক্সাচালক শাহাবুদ্দিনের হত্যাকারী গ্রেফতার

ঢাকা: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি এলাকায় শাহাবুদ্দিন শেখ নামে এক অটোরিক্সা চালককে গলাকেটে খুনের ঘটনার রহস্য উন্মোচন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

তদন্তের ধারাবাহিকতায় চাঞ্চল্যকর ও ক্লু-লেস এই ঘটনায় মূল হত্যাকারী রাকিবকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) দিনগত রাতে গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, টঙ্গীবাড়ি এলাকায় নৃশংসভাবে শাহাবুদ্দিন শেখকে খুনের ঘটনায় মূল হত্যাকারী রাকিবকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১ টায় রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
পিএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।