ঢাকা: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি এলাকায় শাহাবুদ্দিন শেখ নামে এক অটোরিক্সা চালককে গলাকেটে খুনের ঘটনার রহস্য উন্মোচন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
তদন্তের ধারাবাহিকতায় চাঞ্চল্যকর ও ক্লু-লেস এই ঘটনায় মূল হত্যাকারী রাকিবকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, টঙ্গীবাড়ি এলাকায় নৃশংসভাবে শাহাবুদ্দিন শেখকে খুনের ঘটনায় মূল হত্যাকারী রাকিবকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১ টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
পিএম/এসআইএস