ঢাকা: রাস্তাঘাট, বাড়ি ঘরের ভেতরে থৈ থৈ করছে পানি। সামান্য বৃষ্টিতে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুরে সরেজমিনে এমন চিত্র দেখা যায়।
স্থানীয়রা বলছে, এলাকার ড্রেন নির্মাণ কাজ চলছে গত ২ বছর ধরে। ঠিকাদাররা খুব ধীর গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। এ কারণেই বৃষ্টির মৌসুমে পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ড্রেন নির্মাণ কাজ ঠিকমত না করায় আমরা স্থানীয়রা কয়েকদিন পর পর ভোগান্তিতে পড়ছি।
টঙ্গী পূর্ব আরিচপুরের বাসিন্দা মনির হোসেন বাংলানিউজকে বলেন, রাতে ঘুমাইছি, ভোরে যখন বৃষ্টি হয় তখন ঘুম ভাঙে। খাট থেকে মাটিতে পা রাখতে গিয়ে দেখি ঘর ভর্তি পানি। আমার ঘরের সব ভিজে গেছে।
তিনি বলেন, এলাকার ড্রেন নির্মাণ কাজ চলছে, সেখানে একটি মাত্র চিকন পাইপ দিয়ে পুরো এলাকার পানি নিষ্কাশন হয়। এতে সব পানি সরে না। একটু বৃষ্টি হলেই জমে যায় পানি। আর গত দুই বছরে ড্রেন নির্মাণের কাজ অর্ধেকও হয়নি। ড্রেনের কাজ শেষ না করায় টঙ্গীর পূর্ব আরিচপুরের মানুষ পড়েছে বিপাকে।
স্থানীয় মিঠু বাংলানিউজকে বলেন, এলাকার জলাবদ্ধতার বিষয়টি স্থানীয় প্রতিনিধিকে বারবার জানানো হয়েছে, কিন্তু এখনও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
সোনিয়া আক্তার নামে একজন বাংলানিউজকে বলেন, ঠিকাদারদের কাজ করতে দেখা যায় না। তারা একটু কাজ করলে ১৫ দিন কাজ বন্ধ রাখে। এলাকার পানি নিষ্কাশনের উন্নত ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে আমাদের বাড়িঘর সব তলিয়ে যায়।
জলাবদ্ধতার কারণে সকালে শিক্ষার্থীদের স্কুলে যেতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। কর্মজীবী মানুষরা জুতো হাতে নিয়ে নোংরা পানি দিয়ে কর্মস্থলে গিয়েছেন। অনকে বসে আছেন পানি কমার অপেক্ষায়। তবেই তারা ঘরের ভেতর জমে থাকা পানি নিষ্কাশনে সেচ কাজ শুরু করবেন। সব মিলিয়ে সৃষ্ট জলাবদ্ধতায় নাজেহাল টঙ্গীবাসী।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এসজেএ/জেডএ