ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সেপ্টেম্বরে বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পটুয়াখালীর এসপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
সেপ্টেম্বরে বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পটুয়াখালীর এসপি

পটুয়াখালী: চলতি বছরের সেপ্টেম্বর মাসে জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও অপরাধ দমনসহ নানান দিক বিবেচনায় বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ।

বুধবার (৬ অক্টোবর) বরিশাল রেঞ্জ অফিসে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এসএম আক্তারুজ্জামানের সভাপতিত্বে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বরের পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে রেঞ্জের বিভিন্ন কর্মকর্তাকে স্বীকৃতি তথা পুরস্কার দেওয়া হয়।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহকে শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে তার কাজের স্বীকৃতি দেওয়া হয়।  

এসময় বরিশাল রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।