ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মার্কেটে আগুন, ৭০ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
মার্কেটে আগুন, ৭০ দোকান পুড়ে ছাই ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালী শহরের নিউ মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৭০টি দোকান পুড়ে গেছে।

 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, আগুনে মুদি মনোহরি, কসমেটিকস, কৃষি পণ্যের দোকান, মাছ মাংসের আড়তসহ প্রায় ৭০টি দোকানের ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো কিছু কিছু জায়গায় ধোঁয়া উঠছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।

এদিকে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করছে বিদ্যুৎ বিভাগ।

বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মন্তাজ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পটুয়াখালী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং আমতলি ও বাকেরগঞ্জের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, কিভাবে আগুন লাগলো তার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।