ঢাকা: অ্যাপসভিত্তিক অবৈধ সুদের ব্যবসা পরিচালনার দায়ে অনলাইন প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, রাজধানীতে অভিযান চালিয়ে অ্যাপসভিত্তিক অবৈধ সুদের ব্যবসা পরিচালনাকারী ও অনলাইন প্রতারক চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
পিএম/আরআইএস