ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সভাপতি হওয়ার ১২ দিনের মাথায় মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
সভাপতি হওয়ার ১২ দিনের মাথায় মৃত্যু

সিরাজগঞ্জ: নির্বাচিত হওয়ার মাত্র ১২ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ডা. আবদুল হাই সরকার (৮৩)।  

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে তিনি এনায়েতপুরের খামারগ্রামস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে নামাজে জানাযা শেষে বেতিল কবরস্থানে তাকে দাফন করা হবে।  

প্রবীণ রাজনৈতিক ডা. আবদুল হাই সরকার সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তার ছেলে রাশেদুল ইসলাম সিরাজ ওই ইউনিয়নের চেয়ারম্যান। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, চৌহালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনায়েতপুর থানা কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। সবশেষ ২৫ অক্টোবর কাউন্সিলের মধ্যে দিয়ে তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।  

তার মৃত্যুতে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, সিরাজগঞ্জ জেলা, এনায়েতপুর, বেলকুচি ও চৌহালী উপজেলা আওয়ামী লীগ, এনায়েতপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।