ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে শিশু অপহরণকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
মেহেরপুরে শিশু অপহরণকারী আটক

মেহেরপুর: একটি শিশুকে অপহরণ করার সময় মকবুল হোসেন (৩৫) নামে একজনেক হাতে নাতে আটক করেছে স্থানীয়রা। মকবুল হোসেন গাংনী উপজেলা শহরের থানাপাড়া এলাকার ছুরমান আলীর ছেলে।

এ ঘটনায় অপহরণের স্বীকার শিশু জুথি খাতুনকে (৭) উদ্ধার করা হয়েছে। জুথি খাতুন গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামের খালপাড়া এলাকার ইয়াকুব আলীর ছেলে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ অপহরণের ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া জুথির বাবা ইয়াকুব আলী ও মা চাইনা খাতুন ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। জুথি তার নানা একই গ্রামের বীলপাড়া এলাকার শহিদুল ইসলামের বাড়িতে থাকেন।

জুথির বাবা শহিদুল ইসলাম বলেন, আমার মেয়ে জুথি গ্রামের মধ্যে দিয়ে যাওয়া রাস্তার ওপর খেলছিল। তখন অপহরণকারী মকবুল হোসেন তাকে মিষ্টি কিনে দেয়। পরে আরও মিষ্টি কিনে দেওয়ার নাম করে মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মেয়ের চিৎকারে আমিসহ এলাকার লোকজন ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ মকবুলকে আটক করা হয়। পরে তাকে স্থানীয় এলাঙ্গী ক্যাম্পে তাকে সোপর্দ করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে জানান, মকবুলকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।