ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ২২ চীনা নাগরিকের করোনা পজিটিভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
বরগুনায় ২২ চীনা নাগরিকের করোনা পজিটিভ

বরগুনা: বরগুনা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে নির্মাণাধীন ৩০৭ মেগাওয়াট কেন্দ্রে কর্মরত ২২ চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ অক্টোবর) করোনা পরিস্থিতি রিপোর্টে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু নেই, মোট মৃত্যু ১০৯ জন, নতুন শনাক্ত ২৭, মোট করোনা শনাক্ত হয়েছে ৩৯৩২ জনের।

 

গত ৬ অক্টোবর নির্মাণাধীন ৩০৭ মেগাওয়াট প্রকল্পে কর্মরত ৩৭ জনের করোনা টেস্ট নমুনা বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে প্রতিবেদন পাঠানো হয়। সেখানে দেখা যায়, ৩৭ জনের মধ্যে ২২ জন চীনা নাগরিকেরই করোনা পজিটিভ। কর্তৃপক্ষ তাদের তাৎক্ষণিকভাবে আইসোলেশনে রেখেছে। আক্রান্ত চীনা নাগরিকদের বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

এদিকে অভিযোগ রয়েছে, করোনায় আক্রান্ত চীনা নাগরিকরা আইসোলেশন মানছেন না। তারা বাইরে ঘোরাফেরা ও কেনাকাটা করছেন। তারা এরই মধ্যে সবাই করোনার টিকা নিয়েছেন।

বরগুনা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র

নাম প্রকাশে অনিচ্ছুক তাপবিদ্যুৎকেন্দ্রের শ্রমিক সরদার বাংলানিউজকে বলেন, কাজে যোগদানের সময় প্রথমে এক বার করোনার নমুনা নেওয়া হয় শ্রমিকদের। এরপরে আর তাদের টেস্টের আওতায় আনা হয়নি।

বরগুনা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, প্রজেক্টে কর্মরত করোনায় আক্রান্ত চীনা নাগরিকরা আইসোলেশনে আছেন। তারা শারীরিকভাবে ভালো আছেন।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, তালতলী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে ২২ জন চীনা নাগরিকের করোনা পজিটিভ হয়েছে। চীনা নাগরিকদের সংস্পর্শে আসা বাংলাদেশিদেরও করোনা টেস্ট করানো হচ্ছে। এজন্য বৃহস্পতিবার বিকেলে তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেখানে ৩০০ কিট পাঠানো হয়েছে।

কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি৷

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।