ঢাকা: রোমানিয়া-সার্বিয়া সফরে গিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এই দুই দেশের উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী প্রথমে রোমানিয়া সফরে যাবেন। রোমানিয়া সফরকালে তিনি সেদেশের পররাষ্ট্রমন্ত্রী বোগদান লুসিয়ান অ্যারেস্কুর সঙ্গে বৈঠক করবেন।
রোমানিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি নিয়ে বৈঠকে আলোচনা হবে।
এদিকে সার্বিয়ায় জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যামের ৬০ বছরপূর্তিতে বেলগ্রেডে ১১-১২ অক্টোবর এক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ড. মোমেন সেই সম্মেলনে যোগ দেবেন। সেই সময় তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিকের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ১৪ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ফিরবেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
টিআর/এএটি