ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের জন্য টিএসসিতে এনআইডি কেন্দ্র

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
শিক্ষার্থীদের জন্য টিএসসিতে এনআইডি কেন্দ্র

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের দ্রুত এনআইডি প্রাপ্তির ব্যবস্থা নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

এ জন্য বৃহস্পতিবার (৭ অক্টোবর) টিএসসিতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

আগামী ১৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা এই কেন্দ্রে এনআইডির জন্য নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন কার্যক্রম প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হবে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ নির্বাচন কমিশনের  (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই কেন্দ্র শুধু ঢাবি শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত একটি বিশেষ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কেন্দ্র। বিশেষ ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের দ্রুত এনআইডি দেওয়ার লক্ষ্যে এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এই কেন্দ্র স্থাপনে সার্বিক সহযোগিতা করায় ইসির সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

এই কেন্দ্র থেকে শিক্ষার্থীদের সব তথ্য-উপাত্ত সঠিকভাবে যাচাই-বাছাই করে দ্রুত এনআইডি দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভিসি।

সুন্দর, সদয় ও স্বতঃস্ফূর্ত দৃষ্টিভঙ্গি বজায় রেখে সুশৃঙ্খলভাবে নির্ধারিত শর্ত ও গাইডলাইন মেনে নিবন্ধনের জন্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান ঢাবি ভিসি।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর এই নিবন্ধন কেন্দ্রের এনআইডি কার্যক্রমের সফলতা কামনা করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ছাত্র-শিক্ষক কেন্দ্রের(টিএসসি) উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখরসহ শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।