শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনা চৌরাস্তায় ট্রাকচাপায় গণি মিয়া (৩৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলের দিকে মাওনা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গণি মিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বিরিশিরি গ্রামের আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, ওই সড়কের কাকলী ফার্নিচার শো-রুমের সামনে ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় পড়ে যান ওই মোটরসাইকেল আরোহী। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনারস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এসআরএস