ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ছবি

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনা চৌরাস্তায় ট্রাকচাপায় গণি মিয়া (৩৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলের দিকে মাওনা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

গণি মিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বিরিশিরি গ্রামের আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।  

জানা গেছে, ওই সড়কের কাকলী ফার্নিচার শো-রুমের সামনে ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় পড়ে যান ওই মোটরসাইকেল আরোহী। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনারস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।