ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, অনেকের মেধা থাকে কিন্তু সেই অনুযায়ী তারা জীবন সংগ্রামে সফল হতে পারে না। জীবনে সবচেয়ে বড় প্রয়োজন হলো সততা, নিষ্ঠা এবং অধ্যবসায়।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে ডিএসসিসিতে নিয়োগ পাওয়া ১৪ ও ১৬তম গ্রেডের ৪৭ জন কর্মচারীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র তাপস বলেন, সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কর্মজীবনে চড়াই-উৎরাই থাকলেও শেষে সফলতা আসবে। আপনি যদি নিজের কাজটি শিখে নেন, জেনে নেন, তাহলে বঙ্গবন্ধু যেভাবে বলেছেন, 'আমাদের দাবায়ে রাখতে পারবে না', আপনাদেরও আর কেউ দাবায়ে রাখতে পারবে না।
সদ্য নিয়োগ পাওয়া কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাবা-মা প্রথমে স্বপ্ন দেখেন তাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে। পরবর্তীকালে স্বপ্ন দেখে, সেই শিক্ষা কাজে লাগিয়ে সন্তানরা কর্মজীবনে নিয়োজিত হবেন। আপনারা আপনাদের বাবা-মায়ের প্রথম স্বপ্ন পূরণ করেছেন এবং দ্বিতীয় স্বপ্ন পূরণের পর্যায়ে রয়েছেন। বাবা-মায়ের কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, স্বপ্নের কিছু লালিত বৈশিষ্ট্য থাকে। আপনারা সেই স্বপ্নের পরিপূর্ণ বাস্তবায়নে নিজেদের নিয়োজিত করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেন। সঞ্চালনায় ছিলেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকার উপ-পরিচালক সাব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জান। আরও উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খান, অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, মেয়রের নিরাপত্তা কর্মকর্তা মো. দাউদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ৬ অক্টোবর ২০২১
আরকেআর/এনএসআর