ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও বুয়েটের আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার চেয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাবির টিএসসিতে বুয়েট ছাত্র আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে নির্যাতনবিরোধী ছাত্র-শিক্ষক সমাবেশে তিনি এসব দাবি জানান।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, আলোকচিত্রী শহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, বর্তমান সভাপতি বিন ইয়ামিন মোল্লা বক্তব্য রাখেন।
নুরুল হক বলেন, আবরারের বাবা বলেছেন তার ছেলের মতো আর কোনো সন্তানকে যেন বিশ্ববিদ্যালয়ে জীবন দিতে না হয়। আমরাও বলব এই বিচার নিয়ে কোনো ধরনে নয়ছয় যেন না হয়। দ্রুত সময়ের মধ্যে আবরার হত্যার বিচার নিষ্পত্তি করতে হবে। দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, করোনার মধ্যে ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন হয়েছে, কর্মচারী ইউনিয়নের নির্বাচন হয়েছে। অনেক কিছু হয়েছে, কিন্তু ডাকসুর মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাচন হয়নি। এতদিন মহামারির অজুহাত দেখিয়েছেন, এখন সেটি শেষ। পৃথিবী এখন আগের মতোই নব উদ্যমে এগিয়ে চলছে। বিশ্ববিদ্যালয় খুলেছে, সব কিছু খুলেছে। দয়া করে ছাত্রদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না। এই জাতিকে অসুস্থ ছাত্ররাজনীতির দিকে ফেলে দেবেন না। ডাকসু নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারার ছাত্র রাজনীতি বিকশিত হতে সহযোগিতা করুন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ০৭,২০২১
এসকেবি/এমএমজেড